"এই ডিভাইসে এই ভিডিও উপলভ্য নেই" সমস্যার মেসেজ

আমি মোবাইল ডিভাইসে নিজের ভিডিও দেখতে পাচ্ছি না

কোনও কপিরাইটের মালিক যদি আপনার ভিডিওতে দাবি জানান, তবে তিনি কিছু নির্দিষ্ট ডিভাইসে ভিডিও দেখানো সীমিত করতে পারেন (মোবাইল ফোন/ট্যাবলেট, স্মার্ট টিভি এবং গেম কনসোল)।

আপনার ভিডিওর স্ট্যাটাস এবং আপনি কী ব্যবস্থা নিতে পারবেন সেই সম্বন্ধে আরও জানতে YouTube-এর কপিরাইট কেন্দ্রে যান। এছাড়াও আপনি Content ID সম্পর্কিত সাধারণ প্রশ্নের উত্তর দেখতে পারেন।

আমি মোবাইল ডিভাইসে অন্য চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছি না

YouTube-এর ডিস্ট্রিবিউশন মডেলের মাধ্যমে মনিটাইজিং ��ার্টনাররা যে প্ল্যাটফর্মে কন্টেন্ট উপলভ্য আছে সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন। আরও জানতে ডিস্ট্রিবিউশন সেটিংস সংক্রান্ত সাধারণ প্রশ্ন দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
9978155091038296967
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false