যেসব ডিভাইস থেকে YouTube দেখতে পাওয়া যাবে না: YouTube অ্যাপ মানানসই নয় এমন মডেলের ডিভাইস

নির্দিষ্ট কয়েকটি ডিভাইসের মডেলে YouTube অ্যাপের বর্তমান ভার্সন কাজ করবে না এবং তার সাথে YouTube অ্যাপের পুরনো ভার্সনও আর কাজ করবে না।

স্মার্ট টিভি, স্ট্রিমিং ডিভাইস ও গেম কনসোল

স্মার্ট টিভি, স্ট্রিমিং ডিভাইস ও গেম কনসোল YouTube অ্যাপের সাথে মানানসই কিনা তা আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন।

মোবাইল ডিভাইস

Android অ্যাপের ভার্সন আপডেট করুন

আপনি এই মেসেজ পাওয়ার অর্থ হল, আপনি যে ভার্সনটি ব্যবহার করছেন সেটি আর কাজ করছে না। YouTube অ্যাপ অ্যাক্সেস করতে হলে আপনাকে তা আপডেট করতে হবে। YouTube Android অ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেট করতে Google Play Store-এ যান।

আপনি অ্যাপ আপডেট না করেই YouTube ব্যবহার করে যেতে চাইলে নিজের মোবাইল ব্রাউজার থেকে m.youtube.com খুলুন।

আপডেট করতে সমস্যা

আপনি অ্যাপ আপডেট করতে না পারলে আপনার ডিভাইসের Android OS ভার্সনে YouTube অ্যাপের নতুন ভার্সন আর কাজ করবে না। আপনি Android OS লেটেস্ট ভার্সনে আপডেট করুন ও YouTube অ্যাপের লেটেস্ট ভার্সন পান

আপনি নিজের OS আপডেট না করেও YouTube অ্যাপ ব্যবহার করা চালিয়ে যেতে পারেন। তবে, পরের দিকে YouTube অ্যাপের আগের ভার্সন কাজ করা বন্ধ করে দেবে। আপনি যেকোনও সময়ে m.youtube.com লিঙ্কটি দেখতে পারেন ও মোবাইল ব্রাউজার থেকে YouTube দেখতে পারেন।

কিছু ডিভাইসে YouTube আর উপলভ্য নয়

স্মার্ট টিভি, স্ট্রিমিং ডিভাইস বা গেম কনসোল থেকে YouTube অ্যাক্সেস করার সময় এই মেসেজ দেখতে পেলে, আপনার ডিভাইসে YouTube অ্যাপ আর কাজ করবে না।

মেসেজ: "লেটেস্ট প্রয়োজনীয়তা পূরণ করতে না পারার কারণে এই ডিভাইসে YouTube আর উপলভ্য নয়।"

ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখতে, আমরা নির্দিষ্ট সময় পরপর আমাদের সুরক্ষা সংক্রান্ত স্ট্যান্ডার্ড আপডেট করি। এর অর্থ হল, যেসব ডিভাইস এই স্ট্যান্ডার্ড আর পূরণ করতে পারে না, সেই ডিভাইসগুলিতে আমরা পরিষেবা প্রদান বন্ধ করে দিই। টিভিতে ওয়েব ব্রাউজার থাকলে, youtube.com-এর মাধ্যমে আপনি হয়ত YouTube ব্যবহার করা চালিয়ে যেতে পারবেন।

কখনও কখনও, ডিভাইসের ফার্মওয়্যার আপগ্রেড করে আপনি YouTube অ্যাপের অ্যাক্সেস রিস্টোর করতে পারবেন। ফার্মওয়্যার কীভাবে আপগ্রেড করতে হয় তার ব্যাপারে নিশ্চিত না হলে, ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
8685441921172438768
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false